E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

যশোরে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

২০২৩ জুলাই ২৭ ১৯:২২:০৫
যশোরে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কেশবপুরে আজ বৃহস্পতিবার দুইদিনব্যাপি সাহিত্য মেলার উদ্বোধন করেছেন নবাগত জেলা প্রশাসক। উপজেলা শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই সাহিত্য মেলার উদ্বোধন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সাহিত্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সাহিত্য মেলায় প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক হোসেন উদ্দীন হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সুস্মিতা ইসলাম ও কেশবপুরের পৌর মেয়র রফিকুল ইসলাম। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদার লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। কেশবপুর উপজেলার সাহিত্য ও সংস্কৃতির উপর প্রবন্ধ পাঠ করেন মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ।

আলোচনা করেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের চেয়ারম্যান লেখক মুহম্মদ শফি, অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারী অধ্যাপক হাসেম আলী ফকির, লেখক তাপস মজুমদার, কবি মকবুল মাহফুজ ও অধ্যাপক শফিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উজ্জ্বল ব্যানার্জী।

বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জেলা প্রশাসনের সহযোগিতায় দুইদিনব্যাপি এ সাহিত্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সাহিত্য মেলায় থাকছে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

(এসএ/এসপি/জুলাই ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test