E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত 

২০২৩ জুলাই ২৯ ১৭:২৮:০৪
ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরবাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসাহাক আলী নামে ওই ছেলেটি ঢাকার একটি কলেজে পড়ালেখা করতো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৯ জুলাই) দুপুর দেড় টার দিকে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের ধানতাড়া এলাকায় নজিপুর রোড হতে ধামইরহাট গামী একটি মোটরবাইকের সাথে অপর একটি মোটরবাইক মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ি থেকে ছিটকে পড়ে যায় কলেজ ছাত্র ইসাহাক এবং ঘটনাস্থল হতে মৃতবৎ অবস্থায় স্থানীয়রা ধামইরহাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের পকেটে থাকা এনআইডি অনুযায়ী কলেজ ছাত্র ইসাহাক আলী (২১) উপজেলার আড়ানগর ইউনিয়নের চকগড়িয়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেন।

ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল গণি জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে দুর্ঘটনা কবলিত মোটরবাইকটি উদ্ধার করা হয়েছে এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

(বিএস/এসপি/জুলাই ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test