E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুর জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

২০২৩ আগস্ট ২৩ ১৫:০২:৩৪
ফরিদপুর জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আগামী ০১ সেপ্টেম্বর  ঢাকায় অনুষ্ঠিতব্য  কেন্দ্রীয়  ছাত্রলীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা  সফল করার লক্ষ্য, ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি তানজিমুল রশীদ রিয়ানের সভাপতিত্বে আজ  বিকেল ৩-৩০ মিনিটে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভা  অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সহ সভাপতি সফিউল ইসলাম মধু,সহ সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মুরতজা হাসান জয়,সহ-সভাপতি মেহেদী হাসান রানা, সহ-সভাপতি নূর আলম প্রান্ত যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির হোসাইন,সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম অর্ক । এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্ধিত সভায় বক্তারা বলেন,আগষ্ট মাস বাঙ্গালী জাতির শোকের মাস। এই মাসেই বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকারীরা আজও বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে যে নির্দেশনা দেবেন আমরা তা প্রতি পালনের জন্য সব সময় প্রস্তুত রয়েছি। ছাত্রলীগের একজন কর্মী ও বেঁচে থাকতে জামাত- বিএনপি'র কোন সন্ত্রাস নৈরাজ্য করতে দেওয়া হবে না। ফরিদপুর জেলা উপজেলা,ও ইউনিয়ন পর্যায়ের যেসব নেতাকর্মী জামায়াত নেতা মরহুম দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করেছেন তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ০১ সেপ্টেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশ গ্রহন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

(ডিসি/এএস/আগস্ট ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test