E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় সাপের কামড়ে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু

২০২৩ আগস্ট ২৪ ১৯:২৮:৪৩
কুষ্টিয়ায় সাপের কামড়ে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আয়েশা খাতুন (২৫) নামের এক মা ও তার সাতমাস বয়সী কন্যাসন্তান নুসরাত জাহানের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। আয়েশা খাতুন সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মো. ইব্রাহিমের স্ত্রী।

কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান আনিসুজ্জামান ঝন্টু সাপের কামড়ে মা ও মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন আয়েশা ও তার শিশু সন্তান। এসময় তাদের দুজনকে বিষাক্ত সাপে কামড় দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিশুটির মৃত্যু হয়। আয়েশা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তারও মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, গ্রামবাসী ইব্রাহিমের ঘরের খাটের নিচ থেকে বিষধর সাপটি উদ্ধার করেছেন। সাপের কামড়ে একসঙ্গে মা ও মেয়ের মৃত্যুর ঘটনায় ভবানীপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

(ওএস/এএস/আগস্ট ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test