E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফলের দাম চরমে, ক্রেতা বিক্রতা বিপদে

২০২৩ সেপ্টেম্বর ০২ ১৫:২৬:৪০
ফলের দাম চরমে, ক্রেতা বিক্রতা বিপদে

নবারুণ দাশগুপ্ত, মুন্সিগঞ্জ : ফলের দাম চরমে যার কারণে ফলের দোকানে ক্রেতা নেই বললেই চলে। কারো বিশেষ প্রয়োজন না হলে ফল কিনছেনা কেউ। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। মালতা ৩৪০, কমলা ৩০০, নাসপতি ৩০০ আপেল ৩০০ আঙুর ৪০০ আম ৩০০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। ডাব বাজারে নেই।কলা ৫০ টাকা হালি।যা কয়েক দিনের ব্যবধানে এমনটি হয়ে দাড়িয়েছে। বর্তমান ফলের দাম আর দেড় দু’মাস  আগের ফলের দাম কেজিতে ৭৫ হতে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে। তাই ফল কেনার তেমন কোন ক্রতা নেই ফলের বাজারে।ফল পাইকারী ও খুচরা বিক্রেতা দিলীপ বাবু জানান,সকল ফলের কার্টুনে আমদানি মুল্য বেড়ে যাওয়াতে তার প্রভাব পরেছে ফলের বাজারগুলোতে।কেউ এখন আর সহসা ফল কিনেনা।বিশেষ প্রয়োজনে ফলের দোকানে আসে।এতে করে ক্রেতা শুন্য হয়ে পরেছে প্রতিটি ফলের বাজার। ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে ফলের বাজার।

আমদানি বাড়াতে হবে এবং শুল্ক কমাতে হবে তবেই জনগন ফল কিনতে পারবে। বিশেষ করে ডাব এখন বাজার ঘুরেও পাওয়া যায় না। ৭০/৮০ টাকার ডাব এখন আকাশ ছোয়া দাম কারন হলো ডেঙ্গু রুগীকে ডার খাওয়ানো হয়।আর তাই বাজারে চলছে সিন্ডিকেট ব্যাবসা।ভোক্তা অধিকার শত চেষ্টা করেও লাগাম টেনে ধরতে পারছেনা।

কাশেম নামে এক ক্রেতা বলেন,তিনটি বাজার ঘুরেও একটি ডাব কিনতে পারিনি, ডাব নেই, আমার ছেলের ডেঙ্গু পজেটিভ। ফল এখন সাধারণ জনগণ খাবে তো দূরের কথা রুগীকে কিনে দিতেও নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে সকল মানুষের।

(এনডিজি/এএস/সেপ্টেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test