E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

কানাইপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

২০২৩ সেপ্টেম্বর ০৭ ১৮:১৮:৫৯
কানাইপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী কানাইপুর বাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী পালন উপলক্ষে কানাইপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে কানাইপুর বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দির হতে ঢাক-ঢোল, ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি পুনরায় দুর্গা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে দুর্গা মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে ছানার কেক কর্তন ও প্রসাদ বিতরণ করা হয়। এরআগেই শ্রীকৃষ্ণেরপূজাসহ অন্যান্য সব আচারবিধি পালন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত, সহ-সভাপতি তপন গুহ রায়, সহ-সাংগাঠনিক সম্পাদক অসিম বসু, প্রচার সম্পাদক অলিপ শিকদার, তাপস কুন্ড, গোবিন্দ সাহা প্রমুখ।

এছাড়াও কানাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দিরের সভাপতি- সাধারণ সম্পাদকগণ, পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়িবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের হাজারো ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test