E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নওগাঁয় ঘটনার ৩ দিন পর জিডি রেকর্ড

২০১৪ নভেম্বর ০২ ১৮:০৯:৪২
নওগাঁয় ঘটনার ৩ দিন পর জিডি রেকর্ড

নওগাঁ  প্রতিনিধি : নওগাঁর রানীনগর উপজেলার হরিপুর গ্রামের সংখ্যালঘু হিন্দুদের গ্রাম ছাড়া করাসহ আবারো হত্যার হুমকি দেয়ায় শুক্রবার থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ তা আমলে নেয়নি। ঘটনার ৩ দিন পর রবিবার সন্ধ্যায় জিডি রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিবাদমান পুকুরে মাছ ধরতে এসে পার্শ্ববর্তী আমগ্রামের মূল বিবাদী আব্দুল খালেকের ভগ্নিপতি রতন ৬/৭ জন সঙ্গীদের সঙ্গে এনে মামলার বাদী রুপচাঁদসহ হিন্দুদের হত্যার হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ রয়েছে।

এদিকে সন্ত্রাসী হামলার শিকার সংখ্যালঘু রুপচাঁদ প্রামানিকের দায়ের করা মুল মামলার তদন্তকারী কর্মকর্ত এসআই সুমনকে পরিবর্তন করে পরবর্তীতে বিবাদী পক্ষের দায়ের করা কাউন্টার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আকবরকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এসআই সুমন হিন্দু এবং বাদী পক্ষও হিন্দু হওয়ায় বিবাদীরা সাম্প্রদায়িক কথা তুলে তাকে পরিবর্তন করে নিয়েছে বলে কথা উঠেছে।

অপরদিকে মূল মামলার বাদী রুপচাঁন্দ যেহেতু এসআই আকবর কাউন্টার মামলার আইও, তার তাকে দিয়ে মুল মামলার তদন্ত ব্যাহত হবার আশংকায় তাকেও পরিবর্তন করে অন্য যে কোন অফিসারকে তদন্তভার দেয়ার আবেদন করেছেন বলে ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানিয়েছেন।

(বিএম/এএস/নভেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test