E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফেরি করে ফলের চারা বিতরণ

২০২৩ সেপ্টেম্বর ১৭ ১৬:৫৪:৩৬
ফেরি করে ফলের চারা বিতরণ

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : 'একটি গাছ, একটি প্রাণ' এ স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন চাপালী যুব সংঘ ভ্রাম্যমান চারা বিতরণ কর্মসূচী পালন করেছে। গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার ১১ ইউনিয়নে দেড় হাজার গাছের চারা বিতরণ করে। 

সংগঠনের ১০ জন স্বেচ্ছাসেবক দুইটি পিকআপ ভ্যানে ১৫০০ চারা নিয়ে ওই সব ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে ও বাজারের জনবহুল এলাকায় উপস্থিত নারী পুরুষের মধ্যে গাছের চারা তুলে দেন। সকালে সংগঠনের কার্যালয়ের সামনে চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি জ্যেঠ সাংবাদিক আজাাদ রহমান, পৌর কাউন্সিলর রাশেদুল ইসলাম রিগান, বিশিষ্ট সমাজ সেবক গোলাম সরোয়ার পুটু, রোস্তম আলী,শহিদুল ইসলাম, সংগঠনের সাবেক সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, বর্তমান সম্পাদক আব্দুর রহিমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

চাপালী যুব সংঘের সাধারন সম্পাদক আব্দুর রহিম জানান, গ্রামের স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত সংগঠনিটি দীর্ঘদিন ধরে শিক্ষা সাংস্কৃতি, বনায়ন, রক্তদান ও খেলাধুলাসহ বিভিন্ন সচেতনামূলক কর্মসূচী পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে সংগঠনটির পক্ষ থেকে গতকাল বিভিন্ন প্রজাতির ১৫০০ ফলের চারা উপজেলার ১১ ইউনিয়নে বিতরণ করা হয়।

(একে/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test