E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তৃতীয় লিঙ্গের ছদ্দবেশধারী দুই রোহিঙ্গা মাদক কারবারি আটক

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১৭:৩৫:১৯
তৃতীয় লিঙ্গের ছদ্দবেশধারী দুই রোহিঙ্গা মাদক কারবারি আটক

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে তৃতীয় লিঙ্গের ছদ্দবেশধারী দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪ এর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ১০ হাজার ৩০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাভার বাজার বাস স্ট্যান্ডের নিউমার্কেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. রফিক (১৮)। তিনি কক্সবাজারের টেকনাফ কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তাঁর পরিচয়পত্র নম্বর-২৮৫৮০৪। অপরজনের নাম মামুনুর (২৩)। কক্সবাজারের উখিয়ার বালুখালি শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তাঁর পরিচয়পত্র নম্বর-২০১৮১৬।

রফিক নিজেকে কাজল হিজড়া ও মামুনুর নিজেকে পরিমনি হিজড়া হিসেবে পরিচয় দিতেন।

র‍্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে হিজড়া সেজে পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে আসছিলেন। শুধু তাই নয় হিজড়াদের মতো অঙ্গভঙ্গি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর ফাঁকি দিয়ে ইয়াবার চালান ঢাকার সাভারসহ মহানগর ও এর নিকটবর্তী এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন তারা।

এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো প্যাকেটে ১০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এঘটনায় র‍্যাব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে।

(টিজি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test