E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান’

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১৮:৫১:১২
‘বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান’

মাদারীপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, ‘কর্নেল ফারুক জিয়াউর রহমানের কাছে বঙ্গবন্ধুকে হত্যার প্রস্তাব করলে জিয়াউর সম্মতি দেন। যে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করলেন, সেই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে চক্রান্ত করেছেন জিয়াউর রহমানরা। অনেকে বলেন, ‘খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। শুধু কি খন্দকার মোশতাক! তা নয়। তার নেপথ্যে মাস্টারমাইন্ড হিসেবে ছিলেন জিয়াউর রহমান।’ 

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি, মাদারীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সকল শিক্ষকরা তাদের ছাত্র-ছাত্রীদের এবং স্বাধীনতার সম্পর্কে উজ্জীবিত করবেন এবং মুক্তিযোদ্ধার চেতনাকে তাদের ভিতরে ধারণ করে রাখার অনুপ্রেরণা তৈরি করবেন। বর্তমান শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আপনি-আমি কেউ দুনিয়াতে থাকবো না; তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের মাঝে স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতির চেতনা উজ্জীবিত করে দেশ গড়ে তুলতে হবে। তাহলেই তারা স্বাধীনতার স্মৃতি মুক্তিযোদ্ধার স্মৃতি ধরে রাখতে পারবে।’

শাজাহান খান বলেন, ‘মুক্তিযোদ্ধারা হলেন দেশ ও জাতির অতন্ত্র প্রহরী। তাই শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার চিত্র সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

মাদারীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আকমল হোসেন পিলুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ওবাইদুর রহমান খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)এর সভাপতি অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এর উপদেষ্টা আবদুল মান্নান, বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক লালমিয়া জমাদার, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও মাদ্রা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।

পরে ত্রি-বার্ষিক সম্মেলনে মাদারীপুর জেলা শিক্ষক সমিতির ৬৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আকমাল হোসেন পিলুকে সভাপতি ও শিবচরের পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি করা হয় লাল মিয়া জমাদার ও কাজী ওবায়দুর রহমানকে।

(ওকে/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test