E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঝিনাইদহে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল ও সমাবেশ

২০২৩ সেপ্টেম্বর ৩০ ১৯:০০:৩৫
ঝিনাইদহে ওয়ার্কার্স পার্টির লাল পতাকা মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ‘রুখো আমেরিকা,রুখো বিএনপি-জামাত’এই শ্লোগানে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ঝিনাইদহে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করে জেলা ওয়ার্কার্স পার্টি। এর আগে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে লাল পতাকা মিছিল বের করে দলটি।

ঝিনাইদহ জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক অরুন কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান কমরেড মোস্তফা আলমগীর রতন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য রেজাউল ইসলাম, অধ্যক্ষ আসাদুজ্জামান, মোশারফ হোসেন মাস্টার, আব্দুল কুদ্দুস, যুবমৈত্রীর জেলা সভাপতি অধ্যক্ষ বিপ্লব বিষ্ণু ও ছাত্রমৈত্রীর জেলা আহবায়ক সাব্বির হোসেনসহ অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন,আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাত-হেফাজতসহ আমেরিকা বিভিন্ন অপচেষ্টা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় সব ষড়যন্ত্র রুখে দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ভিসানীতির ভয় দেখিয়ে কোন লাভ নেই। বাংলাদেশের গরীব মানুষ ভিসানীতির তোয়াক্কা করে না। সাধারন জনগণ এসকল ষড়যন্ত্র রুখে দেবে।

(একে/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test