E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাজমুল হক নজীরের ৬৯ তম জন্মদিন পালিত

২০২৩ সেপ্টেম্বর ৩০ ২০:১৪:৩৭
নাজমুল হক নজীরের ৬৯ তম জন্মদিন পালিত

বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী : "দেবদূত হোক সব লোকালয় ঈদের খবর প্রতিদিন" "স্বপ্নজট"কবিতায় আশাবাদী কথা যিনি বলেছেন  তিনি শ্লোগানের কবি নাজমুল হক নজীর। নাজমুল হক নজীর এর ৬৯ তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রিয় অঙ্গন যেখানে তিনি শায়িত আছেন সেই ঝর্ণাধারাতে কবিকে স্মরণ করতে ৩০ সেপ্টেম্বর ফরিদপুরের বোয়ালমারীতে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। কবি নজীর একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কবি ও সাংবাদিক কাজী হাসান ফিরোজ এর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, কবি প্রকৃতির কথা বলেন, কবি সত্যের কথা বলেন, কবি মানুষের কথা বলেন। তিনি বলেন, কবি নাজমুল হক নজীর আজীবন মানুষের কথা ভেবেছেন। কবিরা মানুষের কথা বলেন, সে কারনে কবিতা মানুষের এতো পছন্দের।

তিনি বলেন, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার কবি। তিনি মানুষের কথা বুঝতেন, মানুষও তাঁর কথা বুঝতেন। মানুষ তাঁর কথা বুঝতেো বলেই ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে নিরস্ত্র মানুষ তাঁর স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে স্ব শস্ত্র পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলো।

৩০ সেপ্টেম্বর বিকেলে কবির বাড়ির আঙ্গিনায় আয়োজিত অনুষ্ঠানে আগত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, তোমরা লেখাপড়া শিখে আগে সত্যিকারের মানুষ হবে। তারপর চিকিৎসক, প্রকৌশলী, ডিসি, এসপি যা খুশি হয়ো । দেশের জন্যে এখন বেশি প্রয়োজন একঝাঁক দেশপ্রেমিক মানুষ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান অতিথির সহধর্মিণী মিনারা সুলতানা, তরুণ রাজনীতিবিদ কাজী শহিদুল ইসলাম সজল, কবিপুত্রদ্বয় সাইফুল্লাহ নজীর মামুন ও শহিদুল্লাহ নজীর মাসুদ।

(কেএইচএফ/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test