E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলারোয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

২০২৩ অক্টোবর ০১ ০০:০৭:১৩
কলারোয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল ৫টাপর্যন্ত উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর যুব সংঘের আয়োজনে ওই খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার যুগিখালী ইউনিয়নের ওফাপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলাটির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান রবিউল হাসান।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- এসময় উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা সামছুর রহমান, ইউপি সদস্য মফিজুল ইসলাম, ইউপি সদস্য শাহজাহান সরদার, লাবলু, মনজুয়ারা বেগম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আরশাদ আলী ঢালী, ওয়ার্ড যুবলীগ সভাপতি মোস্তফা হোসেন, ব্যবসায়ী মিঠু হোসেন, শিমুল হোসেন, হাবিবুর রহমান, সমাজসেবক রিপন হোসেন, যুব কমিটির নেতা মেহেদী হাসান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউপি চেয়ারম্যান রবিউল হাসান বলেন-আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।

ইতিপূর্বে বছরের বিভিন্ন সময়ে এই লাঠিখেলাসহ নানান গ্রমীণ ঐতিহ্যবাহী খেলার আয়োজন হতো। কিন্তু আজ সেই সব আনন্দগুলো হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে উদ্ভুদ্ধ করতে এবং বিলুপ্ত এই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আজকের আমাদের এই আয়োজন। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই লাঠিখেলা দেখতে দূরদুরান্ত থেকে শত শত নারী, পুরুষ ও শিশু উপভোগ করতে আসেন।

ব্যতিক্রম এই আয়োজনে এলাকার মানুষ খুব উচ্ছাস প্রকাশ করেছে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-যুগিখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাকিব হাসান।

(আরকে/এএস/অক্টোবর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test