E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

নগরকান্দায় অবৈধ ড্রেজার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

২০২৩ অক্টোবর ০২ ১৮:৪২:৩৪
নগরকান্দায় অবৈধ ড্রেজার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে এক বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর ) বিকালে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশার বিলে অভিযান পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক।

এ সময় ড্রেজার মালিক স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম শরীফ পালিয়ে যাওয়ায়। ড্রেজারের তিন শ্রমিককে ধরে এনে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক বলেন, বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযান পরিচালনা করে একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

(পিবি/এএস/অক্টোবর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test