E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

২০২৩ অক্টোবর ১১ ১৮:৪৭:২৯
ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

দিলীপ চন্দ, ফরিদপুর : ''কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রাসিন সংস্থা ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাসিন সংস্থার সভাপতি খোদেজা বেগম এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।

প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর। একজন শিক্ষার্থীর জীবনে মা-বাবার পরেই জীবন গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে তার শিক্ষক। শিক্ষকদেরকে স্মরণ করা এবং তাঁদেরকে সম্মান জানানোর জন্য সমাজে সর্বস্তরের মানুষকে অনুপ্রানিত করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান
প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসপি/অক্টোবর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test