E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলছা

২০২৩ অক্টোবর ১১ ১৯:০৬:৪৬
ফরিদপুরে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলছা

দিলীপ চন্দ, ফরিদপুর : খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ, ফরিদপুর জেলার উদ্যোগে ঐতিহাসিক আজিমুশ্বান ইসলামী জলছার অনুষ্ঠিত হয়। আজ বুধবার বাদ আসর শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হল মাঠে এ জলছা অনুষ্ঠিত হয়। 

আয়োজক সংশ্লিষ্টরা জানান, শতাব্দীর শ্রেষ্ঠ আল্লাহর মহাওলী, আরেফে কামেল, মুর্শীদে মুকাম্মেল, জামানার মহা মুজাদ্দি বিশ্বগুণী হযরত মাওলানা শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেব কর্তৃক তিনার স্থলাভিষিক্ত জাকেরানদের ইমাম মহামান্য পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদী ছাহেবের পবিত্র হুকুমে পবিত্র আজিমুশ্বান এ জলছার আয়োজন করা হয়ে।

জলছায় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আল্লামা মুফতি আবু নাসের জিহাদী সাহেব। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য ও ফরিদপুর জেলা কর্মী প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী।

এছাড়া আরো ওয়াজ করেন মুফতি আলাউদ্দিন জিহাদী সাহেব, মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, মুফতি লিয়াকত আলী আশেকী সাহেব, মুফতি মাসুদুর রহমান হামিদী সাহেব, মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী সাহেব, মাওলানা রইস উদ্দিন মনির সাহেব, মাওলানা আব্দুল কাদের লোহানী সাহেব, মাওলানা কামরুজ্জামান নূরী সাহেব, মাওলানা আবিদ হাসান বুলবুলী সাহেব, মাওলানা আব্দুস সোবাহান সাহেব, মুফতি আব্দুল মান্নান জিহাদী সাহেব, মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, মাওলানা মিজান বিল্লাহ সাহেব, মাওলানা বেলায়েত হোসেন আশেকী সাহেব। আরো উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের বিশিষ্ট ওয়ামায়ে কেরামগণ।

উক্ত জলছায় সকল জাকেরান আশেকান ও ধর্মপ্রান মুমিন মুসলমান উপস্থিত থেকে দয়াল নবী রাসূলে পাক (দঃ) ও নায়েবে নবী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের খাস মোহাব্বত দেলে পয়দা করার এবং অন্তর আত্মাকে আল্লাহর নূরের তাজাল্লীতে রৌশন করার জন্য আহ্বান জানানো হয়।

(ডিসি/এসপি/অক্টোবর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test