E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত 

২০২৩ অক্টোবর ২৩ ১৫:১৩:২১
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  (বিএসএফ) এর গুলিতে নুরুজ্জামান (৪০) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।  

সোমবার রাত একটার দিকে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার রত্নাই সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি গ্রামের তসলিম উদ্দিনের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে আমজান খোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকালু জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি ১০ থেকে ১৫ জনের একটি চোরাকারবারি দল গত রাতে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সোনামতি ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে নুরুজ্জামান নিহত হয়। বাকি অন্যরা পালিয়ে যায়। তার লাশ বর্তমানে ভারতের ইসলামপুরের ১৫২ সোনামতি ক্যাম্পের বিএসএফ ক্যাম্পে রয়েছে।

ঠাকুরগাঁও (৫০বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে রয়েছে। আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠক শেষে জানা যাবে প্রকৃত ঘটনা কি।

(এফআর/এসপি/অক্টোবর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test