E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেন্দুয়ায় গভীর রাতে বাসে আগুন

২০২৩ নভেম্বর ০২ ১৭:৫০:০৯
কেন্দুয়ায় গভীর রাতে বাসে আগুন

কেন্দুয়া প্রতিনিধি : বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার গভীর রাতে হিরণ এন্টারপ্রাইজ (বাসে) আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে র্দূবৃত্তরা। কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকায় বাসটি রক্ষিত ছিল।

টহলরত পুলিশের উপ-পরিদর্শক দেবাশিষ দত্ত জানান রাতে পৌর এলাকায় তাদের টহল ছিল। হঠাৎ বাসস্ট্যান্ড এলাকায় আগুন ও ধোয়া দেখে সেখানে ছুটে গিয়ে দেখেন কে বা কারা বাসস্ট্যান্ড এলাকায় রক্ষিত বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। বাস নং: ঢাকা মেট্রো- ব ১৪-৮০৯৬। পরে ফায়ার সার্ভিসের লোকদের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুন দেওয়ার ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে।

খবর পেয়ে নেত্রকোনা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ ফারাবি ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনস্থাল পরিদর্শন করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গভীর রাতে কে বা কারা বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই র্দূবৃত্তদের খুঁজে বের করতে তদন্তর পর উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে নাশকতার প্রতিবাদে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এক মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

(এসবি/এসপি/নভেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test