E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাজীপুরের ভুরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

২০২৩ নভেম্বর ১৩ ১৮:৫২:৫৬
গাজীপুরের ভুরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর সিটিকর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের ভুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান সোমবার বিকেলে বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহ্সান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়ের সভাপতি মাহমুদুল হাসান রকিবের সভাপতিত্বে এবং সহ-সভাপতি আব্দুর রাহিম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন সংরক্ষিত মহিলা আসন-১৩ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার এমপি।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধরণ সম্পাদক মোঃ আতাউল্লাহ মন্ডল, ভুরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি এ.বি.এম নাসির উদ্দিন নাসির, মহানগর আওয়ামীগের সাবেক সদস্য এড. আব্দুল হাদী শামীম, বীর মুক্তিযোদ্বা হাতেম আলী, আব্দুল হাই সরকার, আব্দুল জব্বার নুরু,২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ মনসুর সরকার, সদস্য সচিব মোঃ আব্দুর করিম সরকার,২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শ্রী শংকর চন্দ্র দে,২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী শেখ মোঃ শামীম প্রমুখ।

(এসআর/এএস/নভেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test