E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নাঈম হত্যার বিচারের দাবিতে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন

২০২৩ নভেম্বর ১৩ ১৯:১৪:২৩
নাঈম হত্যার বিচারের দাবিতে মৌলভীবাজারে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : চলতি মাসের ৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া এলাকায় কথিত ফেসবুক আইডি নিয়ে বিরোধের জেরে প্রকাশ্যে ঘরে ঢুকে প্রথমে বাবা-মা-কে মারধর। পরে বাবা-মাসহ পরিবারের সবা’র সামনে নির্দয়ভাবে কুপাতে থাকে রেজাউল করিম নাঈম নামে কলেজ পড়–য়া শিক্ষার্থীকে। ওই ঘটনায় মৃত্যু হয় কলেজ পড়ুয়া এই শিক্ষার্থীর। অভিযোগ রয়েছে একই এলাকার প্রতিবেশী নুরুল ইসলাম এর নেতৃত্বে চালানো হয় লোহমর্ষক ওই ঘটনা। ঘটনার পরদিন সকালে সোহান নামে একজন পুলিশের হাতে আটক হলেও পেরিয়ে গেছে ৬দিন। মূলহোতা নুরুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে বাবা চেরাগ মিয়ার দায়ের করা মামলায় এখনো গ্রেফতার হয়নি নুরুলসহ অন্যরা।

এবার রেজাউল করিম নাঈম এর নৃশংস হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁর সহপাটিরা মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন আয়োজন করেছেন।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নাইম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার সরকারি কলেজের মুল ফটকে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করেন শিক্ষার্থীরা।

বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে ও নুরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজিব সূত্রধর, শাহরুখ ইসলাম, রেদোয়ান হোসেন সোহান, ওয়াজেদুর রহমান সহ মৌলভীবাজার সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন রেজাউল করিম নাঈমের ছোট ভাই রেজওয়ান করিম নাদিম।

মানববন্ধনে বক্তারা রেজাউল করিম নাইম এর নৃশংস হত্যাকারী সকল ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা বলেন, বিচারের দীর্ঘসূত্রিতার ঘুরপাকে যেন নাঈমের হত্যাকারীরা রেহাই না পায় এবং আর কোন শিক্ষার্থী যেন এরকম নৃশংস হত্যার শিকার না হয়।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, রেজাউল করিম নাঈম হত্যার সব আসামীদের ধরতে পূলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে, দ্রুতই সব আসামী ধরা পড়বে।

(একে/এসপি/নভেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test