E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লংগদুতে শান্তি দিবস পালিত

২০২৩ নভেম্বর ১৩ ২৩:০৭:২৫
লংগদুতে শান্তি দিবস পালিত

রাঙ্গামাটি প্রতিনিধি : “শান্তির জন্য পদক্ষেপ: বৈশ্বিক লক্ষ্য মাত্রা অর্জনে আমাদের উচ্চাকাঙ্খা” এ প্রতিপাদ্যে রাঙামাটির লংগদুতে বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার লোকাল ভলান্টিয়ার মেডিয়েটর্স ফোরামের আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২৩ উপলক্ষে লংগদু সরকারি মডেল কলেজে শান্তি সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক আজগর আলীর সভাপতিত্বে এবং প্রভাষক অমিত কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

বিশেষ অতিথির হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, প্রভাষক হারুনুর রশীদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১৯৯৭ সালের পূর্ববর্তী সময়ে পার্বত্যাঞ্চলে সশস্ত্র সংঘর্ষ বিরজমান ছিল যা পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির মাধ্যমে পরিসমাপ্তি হয়। যদিও পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সংঘাত কমাতে সক্ষম হয়েছে। কিন্তু তা অপ্রত্যাশিত বাঁধার কারণে টেকসই শান্তি নিশ্চিত করতে পারছে না। ফলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন বাঁধাগ্রস্ত হচ্ছে।

এসময় লংগদু ইউপি চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, কালাপাকুজ্জ্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা, কলেজের প্রভাষক মো. মুসা তালুকদার সহ কলেজের ছাত্রছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/নভেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test