E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাঙামাটিতে খুঁটি থেকে পড়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

২০২৩ নভেম্বর ১৫ ১৯:০১:৪৯
রাঙামাটিতে খুঁটি থেকে পড়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙামাটিতে বিদ্যুৎ লাইন সাহায্যকারীর বিদ্যুৎ খুঁটি থেকে পরে করুণ মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের চম্পক নগর বিলাস ভবনের সামনে ময়লা আবর্জনা সংলগ্ন বিদ্যুতের খুঁটি থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মোঃ আইয়ুব হেলাল (৩৭) নামের ব্যক্তির মৃত্যু হয়।নিহত আইয়ুব হেলাল বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ অফিসের লোকজন এসে বিলাস ভবনের সামনে বিদ্যুৎ খুঁটিতে লাইন ঠিক করতে উঠে। কিছুক্ষণ পরেই উপরে থাকা আইয়ুব হেলাল (৩৭) নামের লোক ছিটকে নিচে পড়ে। আমাদের ধারনা ঘটনাস্থলেই সে মারা গেছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগের লোকজনসহ স্থানীয় লোকজন তাকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আইয়ুব হেলালকে মৃত ঘোষণা করে। জানা যায় প্রায় ১শ’ দেড় ফুট উচু থেকে পড়ে গিয়ে আইয়ুব হেলাল অকাল মৃত্যু হয়। এই মৃত্যু বিদ্যুৎ বিভাগের অবহেলার কারনে হয়েছে।তাদের আধুনিক কোন যন্ত্রপাতি না থাকায় প্রতি বছর ১-২ লোক বিদ্যুৎ খুঁটি থেকে পড়ে মৃত্যু বরণ করছে।

জানা গেছে, ২০১৪ সালে বিদ্যুৎ বিভাগে আইয়ুব হেলালে চাকুরি হয়। তার বাবা নেই। মৃত্যু বরণকালে স্ত্রীসহ নাবালক এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ের বয়স ৭বছর আর ছেলে ২-৩ বছর হবে। তার এ অকাল মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে নিহতের পরিবারে।

(আরএম/এসপি/নভেম্বর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test