E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলাপাড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

২০২৩ নভেম্বর ১৮ ১৬:৩৯:০৩
কলাপাড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (২০) নামের এক পথচারী নিহত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি সেতুর উপর ফখরুলকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে সে মারা যায়।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে আসা বাসটি সেতুর উপর হাঁটতে থাকা পথচারী ফখরুলকে পিছন থেকে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায়।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এইচ খান লেলিন জানান, তার মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে।

কলাপাড়া থানার এসআই গোলাম মাওলা জানান, নিহত ফখরুল ইসলামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানার খায়েরগাঁও গ্রামে । তার পিতার নাম আজির উদ্দিন।

সে কলাপড়ায় কেন এবং কি কাজে এসেছিল বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পরই স্ট্যান্ডে বাস ফেলে রেখে বাসের সুপারভাইজার ও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান।

(এমকে/এসপি/নভেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test