E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুলাউড়ায় হরতালের সমর্থনে আবেদ রাজা'র অন্যরকম প্রতিবাদ

২০২৩ নভেম্বর ১৯ ২০:০০:১১
কুলাউড়ায় হরতালের সমর্থনে আবেদ রাজা'র অন্যরকম প্রতিবাদ

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিএনপি ঘোষিত দু'দিনের  হরতালের প্রথম দিনে কুলাউড়া উপজেলা শহরের সড়কে হরতালের সমর্থনে সুপ্রিম কোর্টের আইনজীবী ও মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি এড আবেদ রাজা অন্যরকম প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

রবিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের স্টেশন রোডের চৌমুহনী এলাকায় উপজেলা বিএনপির কয়েকজন নেতা ও গুটিকয়েক দলীয় কর্মী নিয়ে কড়া পুলিশি তৎপরতার মধ্যে হরতালের সমর্থনে পিকেটিং কর্মসূচি পালন করেন তিনি ।

এদিন সকাল সাড়ে ১০ টার দিকে এড. আবেদ রাজার নেতৃত্বে চৌমুহনী সড়কে পিকেটিং চলছিল। পরবর্তীতে কড়া পুলিশী তৎপরতার মধ্যে সিনিয়র এই নেতা নিরুপায় হয়ে নিরব পদযাত্রা বের করে চৌমোহনার দিকে এগিয়ে গেলে পুলিশী বাঁধার মাধ্যমে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর বিএনপি নেতা শামিম আহমদ, নুরুল ইসলাম ইমন ও যুবদল নেতা দুলালসহ অনেক নেতাকর্মীকে তাড়িয়ে দেয়া হয়।

এক পর্যায়ে পৌর বিএনপি নেতা দেলোয়ার হোসেন ঢালীকে গ্রেফতারের চেষ্টাও চালানো হয় বলে অভিযোগ করেন এডভোকেট আবেদ রাজা। এসময় তিনি সাহস নিয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হন।

কর্মসূচি শেষে আবেদ রাজা বলেন, প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে প্রায় দুই কিলোমিটার নিরব পদযাত্রা পালন করেছি। এসময় তিনি সোমবারেও পিকেটিং অব্যাহত রেখে সর্বশক্তি দিয়ে কর্মসূচি সফলেরও আহ্বান জানান।

(একে/এএস/নভেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test