E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাকিরের আনন্দ শোভাযাত্রা

২০২৩ নভেম্বর ২৮ ০০:২৪:২৭
জামালপুরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাকিরের আনন্দ শোভাযাত্রা

রাজন্য রুহানি, জামালপুর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান জামালপুর-৫ সদর আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত হওয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জামালপুরের প্রবেশপথ হরিনাকান্দা থেকে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর মোটরগাড়ি যোগে তাকে নিয়ে আনন্দ শোভাযাত্রা করে দলীয় নেতাকর্মীরা।

শোভাযাত্রাটি সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ সড়ক হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকপাড়ায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাকির হোসেন খান বলেন, বিগতদিনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জামালপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষ আজও লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি বিপুল ভোটে বিজয় লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আনন্দ শোভাযাত্রায় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/নভেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test