E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে রাজমিস্ত্রিদের উন্নত স্যানিটেশন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ

২০২৩ নভেম্বর ২৮ ১৪:৩৯:৫১
জামালপুরে রাজমিস্ত্রিদের উন্নত স্যানিটেশন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় সদর পৌরসভার রাজমিস্ত্রিদের উন্নত স্যানিটেশন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দিনব্যাপী বাসা ফাউন্ডেশনের অফিসে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশ নেন জামালপুর পৌরসভার ১০জন রাজমিস্ত্রি। এসময় তাদেরকে প্রশিক্ষণ দেন প্রশিক্ষক জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. মাজেদুর রহমান।

বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের প্রজেক্ট অফিসার অসীম চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য দেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানি, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা প্রমুখ।

প্রশিক্ষণে নিরাপদ সেফটিক ট্যাংক, সেফটিক পিট ল্যাট্রিন ও বন্যা সহিষ্ণু টয়লেট নির্মাণ সম্পর্কে কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়।

এতে সার্বিক সহযোগিতা করেন বাসা ফাউন্ডেশন ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের সহকারী প্রজেক্ট অফিসার মো. রিয়াজ মাহমুদ।

(আরআর/এএস/নভেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test