E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আব্দুল হামিদ মাস্টার

২০২৩ নভেম্বর ২৮ ১৫:২০:০২
পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আব্দুল হামিদ মাস্টার

শামীম হাসান মিলন, চাটমোহর : পাবনা-৩ আসন (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীং সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, ‘পাবনা-৩ আসনের জন্য চাটমোহর থেকে এখন পর্যন্ত একজনই মনোনয়ন ফরম তুলেছেন। তিনি হলেন চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার। তিনি আজ সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে মনোনয়ন ফরম উত্তোলন করেন। মনোনয়ন ফরম জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর।’

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার বলেন, ‘ভোটারদের চাওয়ার প্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এখানে বিদ্রোহী প্রার্থী বলে কিছু নেই। দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদ নির্বাচনকে আমরা সবাই মিলে গ্রহণযোগ্য এবং উৎসবমুখর করতে চাই।’

এদিকে, পাবনা-৩ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন। তিনি টানা তিনবারের সংসদ সদস্য। তার বাড়ি ভাঙ্গুড়া উপজেলায়।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘ভাঙ্গুড়া থেকে সোমবার একজন মনোনয়ন ফরম তুলেছেন। তিনি হলেন নৌকার মনোনীত প্রার্থী আলহাজ্ব মকবুল হোসেন।’

(এস/এসপি/নভেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test