E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মদনপুর শাহ সুলতানের মাজারে গভীর শ্রদ্ধা জানিয়ে অসীম উকিলের নির্বাচনী প্রচারণা শুরু

২০২৩ নভেম্বর ২৯ ১৩:০৮:৩৪
মদনপুর শাহ সুলতানের মাজারে গভীর শ্রদ্ধা জানিয়ে অসীম উকিলের নির্বাচনী প্রচারণা শুরু

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনার মদনপুরে হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি (রঃ) মাজারে গভীর শ্রদ্ধা জানিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক এমপি অসীম কুমার উকিল।

মঙ্গলবার বেলা ৩টায় অসীম কুমার উকিল তার প্রিয় সহধর্মীনি অধ্যাপক অপু উকিলকে নিয়ে শাহ সুলতান মাজার প্রাঙ্গণে পৌছলে কেন্দুয়া ও আটপাড়া উপজেলার শত শত নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তারা। এসময় নেতাকর্মীরা শেখ হাসিনার সরকার, বারবার দরকার, ৭ জানুয়ারীর সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন ইত্যাদি শ্লোগান দিয়ে অসীম কুমার উকিল ও অপু উকিলকে বরণ করেন।

পরে অসীম কুমার উকিল কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী খায়রুল ইসলামকে নিয়ে হযরত শাহ সুলতান কমরুদ্দিন রুমি (রঃ) মাজারে গিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিশাল মোটর শোভা যাত্রা নিয়ে কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারালে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় অসীম কুমার উকিল বলেন, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, তুমি কে আমি কে, বাঙালী, বাঙালী বারবার দরকার শেখ হাসিনার সরকার ইত্যাদি শ্লোগান দিয়ে বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে।

তিনি বলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার এ বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সকল বেদাবেদ ভুলে গিয়ে আমাদের সবার মনে করাতে হবে আমরা যারা নৌকাকে ভালোবাসি আমাদের সবার ঠিকানা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসাতেই সকলকে একযোগে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে। অসীম কুমার উকিল দুই উপজেলার দলীয় নেতাকর্মী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাংবাদিকদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

(এসবিএস/এএস/নভেম্বর ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test