E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিমান বন্দরে নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত নৌকার প্রার্থী ডা. তুহিন

২০২৩ নভেম্বর ২৯ ১৮:৪৮:১০
বিমান বন্দরে নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত নৌকার প্রার্থী ডা. তুহিন

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর বিমান বন্দরে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। তিনি বুধবার বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে যশোর বিমান বন্দরে এসে পৌঁছান। এসময় চৌগাছা-ঝিকরগাছা উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা ডা. তুহিনের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে মোটর শোভাযাত্রায় চৌগাছার উদ্দেশ্যে রওনা হন তিনি। চৌগাছায় বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ঝিকরগাছায় গিয়ে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। নৌকার মনোনয়ন নিয়ে এলাকায় ফেরায় দলীয় নেতাকর্মীরা উচ্ছাস প্রকাশ করেন। একই সাথে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন বলেন, আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছেন। আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি এলাকায় অনেক আগে থেকেই সমাজসেবায় নিয়োজিত ছিলাম। আগামিতে বৃহৎ পরিসরে সবাইকে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। অতীতে যারা এই আসনের সংসদ সদস্য ছিলেন, তারাও অনেক কাজ করেছে। আমি দেখছি এলাকার অনেক জায়গায় কাজ করার সুযোগ রয়েছে। নির্বাচনে বিজয়ী হয়ে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই। এলাকাবাসী সঙ্গে নিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আশাবাদী।

তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ঝিকরগাছা-চৌগাছা গড়তে নিরলসভাবে কাজ করবো। এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের মধ্যদিয়ে আলোকিত ঝিকরগাছা- চৌগাছা উপহার দিবো।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান শরীফ বাদশা, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হামিদ মল্লিক প্রমুখ।

(এসএমএ/এএস/নভেম্বর ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test