E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ধামরাইয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ জন, এদের মধ্যে তিন জনই আওয়ামীলীগের

২০২৩ নভেম্বর ৩০ ১৮:১৪:৫৮
ধামরাইয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ জন, এদের মধ্যে তিন জনই আওয়ামীলীগের

দীপক চন্দ্র পাল, ধামরাই : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ দিন ঢাকার ধামরাই উপজেলায় ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোয়নয়ন পত্র জমা দানকে কেন্দ্র করে ধামরাই উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।

উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে নেতা কর্মী ও সর্মথকরা স্ব স্ব প্রার্থীর পক্ষে এসে উপজেলা সদরে ভীড় করে। মনোনয়ন পত্র জমা দিয়েছেন যারা তাদের মধ্যে তিন জনই আওয়ামীলীগের। সকাল নটা থেকে বিকেল চার টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা পড়েছে।

এসময় উপজেলা চত্তর ও তার আশপাশে পুলিশ কড়া নজর দারীতে অবস্থান করে।৩০ নভেম্বর সকাল নটা থেকে মনোনয়ন পত্র জমা দেবার বিধান থাকলেও ধামরাই য়ে দুপুর দুইটায় প্রথমে এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীক নিয়ে তার নির্ধারিত নের্তৃর্বন্দদের নিয়ে সংগৃহিত মনোনয়ন পত্র জমা দেন ধামরাই উপজেলার ইউএনও ও সহকারী রির্টানিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকীর কার্যালয়ে।

এরপর দুপুর আড়াইটায় মনোনয়ন প্রত্র জমা দেন জাতীয় পার্টির সাবেক এমপি ই¯্রাফিল খান খোকন লাঙ্গল।

সাবেক এমপি ধামরাই উপজেলা আওয়ামীলীগের ধামরাই উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক স্বতন্ত্র।

ধামরাই উপজেলা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেন স্বতস্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বাংলাদেশ সুপ্রীম পার্টির মিনহাজ উদ্দিন। রেবেকা সুলতানা (এনপিপি) সকলেই তাদের নেতা কর্মী ও সর্মথকদের নিয়ে মিছিল করে উপজেলা চত্তরে আসেন উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।।

মনোনয়ন পত্র জমার আগেই সকাল থেকে ইউএনওর তার কক্ষে লোক সমাগম নিয়ন্ত্রন করেন। সাংবাদিকদেরও সবাইকে প্রবেশ করতে দেওয়া হয়নি। শুধু মাত্র ধামরাইয়ের তিনটি প্রেস ক্লাবের তিন জনকে ছবি তুলতে অনুমতি দেন।

আর যারা কোনো সংগঠনের সাথে জড়িত নয় কিন্ত বহুল প্রচারিত দৈনিক ও টিভি চ্যানেলে কাজ করেন তাদেরকেও মানোনয়ন পত্র জমা কালে ইউএনওর কক্ষে প্রবেশ করতে দেননি।

ইউএনও জকী বলেন ছবি তাদের কাছ থেকে সংগ্রহ করতে। নির্বাচন অফিস বা উপজেলা হল রুমে মনোনয়ন পত্র জমার আয়োজন করলে এমন নিয়ন্ত্রন করতে হতোনা । এছাড়া শান্তিপূর্ণ ভাবে ধামরাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমার পর্ব শেষ হয়েছে সষ্টিু ও শান্তি পূর্ণভাবে।

(ডিসি/এএস/নভেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test