E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইল-২ আসনে মাশরাফীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

২০২৩ নভেম্বর ৩০ ২০:০২:১৭
নড়াইল-২ আসনে মাশরাফীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রূপক মুখার্জি, লোহাগড়া : নড়াইল -২ আসনে জননন্দিত ক্রিকেটার মাশরাফী বিন মূর্তজাসহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আশফাকুল হক চৌধুরীর নিকট মাশরাফী বিন মর্তুজার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আ.লীগের নেতৃবৃন্দ। মাশরাফী বিন মর্তুজা'সহ এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৯ জন প্রার্থী।

প্রার্থীরা হলেন- মাশরাফী বিন মর্তুজা (আ.লীগ), শেখ হাফিজুর রহমান (বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি), সৈয়দ ফয়জুল আমির লিটু (স্বতন্ত্র), খন্দকার ফায়েকুজ্জামান (জাতীয় পার্টি), মোঃ মনিরুল ইসলাম (এনপিপি), মোঃ লতিফুর রহমান (গণফ্রন্ট), মোঃ মিজানুর রহমান (জাকের পার্টি), মোঃ লায়ন নুর ইসলাম (স্বতন্ত্র), মোঃ মাহাবুবুর রহমান (ইসলামী ঐক্যজোট)

মনোনয়নপত্র জমাদান শেষে বৃহস্পতিবার বিকালে জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সুবাস চন্দ্র বোস বলেন, 'শেখ হাসিনা ও আ.লীগের মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা আনন্দমুখর পরিবেশে আজ মাশরাফীর মনোনয়ন ফরম জমা দিয়েছি। জয় আমাদের হবেই'।

উল্লেখ্য, এর আগে নড়াইল- ২ আসনে মাশরাফী বিন মর্তুজাসহ ২২ জন আ. লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত রবিবার (২৬ নভেম্বর) বিকালে মাশরাফী বিন মর্তুজাকে দ্বিতীয়বারের মতো নড়াইল-২ আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন মাশরাফী বিন মুর্তজা। ২০১৮ সালে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা।

(আরএম/এএস/নভেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test