E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শৈলকুপায় মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করলেন স্বতন্ত্র এমপি প্রার্থী দুলাল বিশ্বাস

২০২৩ ডিসেম্বর ০৯ ১৫:৩২:০৩
শৈলকুপায় মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করলেন স্বতন্ত্র এমপি প্রার্থী দুলাল বিশ্বাস

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন পৌর এলাকার কবিরপুর স্বার্বজনীন দূর্গা মন্দিরে শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করলেন ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে স্বতন্ত্র এমপি প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস।
গত শুক্রবার সন্ধারাতে তিনি নেতা কর্মীদের সাথে নিয়ে যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন।

এসময় তার সাথে শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স,ম জুলফিকার কাইসার টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড, আজাদ রহমান, আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম টুলু, ও শৈলকুপা আসনের আরেক স্বতন্ত্র এমপি প্রার্থী এবং নজরুল ইসলাম দুলাল বিশ্বাস সহধর্মিণী মুনিয়া আফরিন।

মন্দির পরিদর্শন শেষে স্বতন্ত্র এমপি প্রার্থী দুলাল বিশ্বাস ও শৈলকুপা পৌর মেয়র কাজী আশরাফুল আজম নগদ অর্থ প্রদান করেন।

(এসআই/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test