E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লক্ষ্মীপুরে ৪টি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

২০২৩ ডিসেম্বর ১৮ ১৭:৪৪:৫৫
লক্ষ্মীপুরে ৪টি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শিমুল সাহা, লক্ষ্মীপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 

রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে জেলার ৪টি আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদ, তৃনমূল বিএনপি ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের সর্বমোট ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

প্রার্থীরা হলেন- লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন আওয়ামী লীগের ড. আনোয়ার হোসেন খান (নৌকা), জাতীয় পার্টির মাহামুদুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নিয়াজ মাখলুম ফারুকী (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির মোশাররফ হোসেন (আম), স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান (কেটলি), কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন (ঈগল) লড়ছেন।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. ইমাম উদ্দিন সুমন (ছড়ি), জাসদের মো. আমীর হোসেন (মশাল), তৃণমূল বিএনপির আব্দুল্লাহ্ আল মাসুদ (পাট), বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন (একতারা), বাংলাদেশ কংগ্রেস জোটের মো. মনসুর রহমান (ডাব), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (তরমুজ) ও মো: ফরহাদ মিয়া (হাত ঘড়ি)।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু (নৌকা), ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম টিপু (হাতুড়ি), তৃণমূল বিএনপির মো. নাইম হাসান (সোনালি আঁশ) ও বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল)।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মোশাররফ হোসেন (নৌকা), এ আসনে তার প্রতিদ্বন্ধি হিসেবে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি মোহাম্মদ আবদুল্লা আল মামুন (ঈগল), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম (ট্রাক), সাবেক এমপি মামুনের স্ত্রী মাহমুদা বেগম (তবলা), সুপ্রিম পার্টির মো. সোলাইমান (একতারা)।

(এসএস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test