E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ফরিদপুর সদর আসনে ঈগল মার্কার বিজয় হলে গণ মানুষের বিজয় হবে’

২০২৩ ডিসেম্বর ২৩ ১৭:৩২:০০
‘ফরিদপুর সদর আসনে ঈগল মার্কার বিজয় হলে গণ মানুষের বিজয় হবে’

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আগামী ৭ তারিখে ফরিদপুর সদর তথা ফরিদপুর-৩ আসনে ঈগল মার্কার বিজয় হলে এলাকার গণ মানুষের বিজয় বলে মন্তব্য করেছেন আসনটির স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ফরিদপুর জেলা আওয়ামী লীগনেতা এ কে আজাদ।

আজ শনিবার সকালে ফরিদপুরের আদমপুর বাজার, শিবরামপুর ও খলিলপুরের সাধারণ ভোটারদের সাথে গণ সংযোগ কালে তিনি এসব কথা বলেন।

এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ আরও বলেন, আমি নির্বাচিত হলে শুরুতেই তিনটি বিশেষ কাজ আমি আপনাদের জন্য করবো ইনশাআল্লাহ। ১. ফরিদপুরকে বেকারমুক্ত করবো, ফরিদপুরের কোন পরিবারের আর কোন ছেলে-মেয়ে বেকার থাকবে না। ২. ফরিদপুরে মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি করে সুশিক্ষার প্রসার ঘটাবো। এবং ৩. সন্ত্রাস ও মাদকমুক্ত ফরিদপুর হিসেবে গড়ে তুলবো। এই কাজটি খুব কঠিন কাজ, এই কাজটি করতে আপনাদের আমার সাথে থাকতে হবে। এ জন্য অবশ্যই আপনার-আমার মার্কা- 'ঈগল' মার্কায় ভোট দিতে হবে।

ঈগল আমার মার্কা নয় ঈগল আপনাদের মার্কা, আর ঈগল মার্কাকে বিজয়ী করার দায়িত্বও আপনাদেরই হাতে।

এ কে আজাদ আরও বলেন, ফরিদপুরে এতো সন্ত্রাসী আমি আগে কখনোই দেখিনি, আগে এতো সন্ত্রাসী ছিলোও না। এমনকি ইন্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাহেবের আমলেও সন্ত্রাসীদের এতো অবাদ বিচরণ লক্ষ্য করিনি। তারা হয় জেলে ছিলো, না হয় ফরিদপুরের বাইরে ছিলো।

এ কে আজাদ বলেন, আমি কারো নামে সমালোচনা করতে চাই না। তবে রাতের অন্ধকারে আমার কর্মী সমর্থকদের উপর হামলা প্রতিনিয়ত করে যাচ্ছে সন্ত্রাসীরা। এটা কোন ধরনের নির্বাচনী আচরণ? আরে ভাই! আমি তো ভালো কাজ করে যাচ্ছি, ফরিদপুরের বেকার ছেলে-মেদেদের চাকরি দিচ্ছি, হাসপাতাল করে দিছি, স্কুল-কলেজ করে দিছি। মসজিদ মন্দিরের উন্নয়নে কাজ করছি। গণ-মানুষের উপকার করতেছি। আমার উপর আপনাদের এতো ক্ষোভ কেনো?

নাম উল্লেখ না করে উক্ত আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, আপনিও আওয়ামী লীগ, আমিও আওয়ামী লীগ। যেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করে দিয়েছেন, আপনি কে ভাই তা ভঙ্গ করার?'

এসময় উপস্থিত স্থানীয় জনগণের উদ্দেশ্যে এ কে আজাদ আরও বলেন, আপনারা সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। কেউ ভোট কেন্দ্রে ঢুকে ভোট কাটতে আসলে আপনাদের তা প্রতিহত করতে হবে, পারবেন না? স্থানীয় জনতার সবাই 'হ্যাঁ' সূচক ধ্বনি উচ্চারণ করলে এ কে আজাদ তাঁদের সবাইকে ঐক্যবন্ধ থেকে ঈগল মার্কার জন্য কাজ করতে বলেন এবং ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার আহবান জানান।

এ কে আজাদের বক্তব্যের আগে বক্তব্য রাখেন স্থানীয় আব্দুল জলিল কমিশনার নামে ঈগল মার্কার এক সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আব্দুল জলিল কমিশনার তার বক্তব্যে বলেন, 'নির্বাচনে কেউ সহিংসতা করলে তা কিছুতেই মেনে নেয়া হবে না, আমরা জন্মলগ্ন থেকে আওয়ামী লীগ করি। ভোটকে কেন্দ্র করে কোন আওয়ামী লীগ কর্মী সমর্থক যদি অন্য আওয়ামী লীগ কর্মীর উপরে হাত তোলেন বা ভোটে বাধা দেয়ার চেষ্টা করেন তা শক্ত হাতে প্রতিহত করা হবে।'

উল্লেখ্য, আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ বিশ্বখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই এর সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ফরিদপুর জেলা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য। এ কে আজাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর তথা ফরিদপুর ৩ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং তিনি ঈগল পাখি মার্কা নিয়ে নির্বাচন করছেন।

(আরআই/এসপি/ডিসেম্বর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test