E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভোট দিতে কেন্দ্রে যায়নি উপজেলা আওয়ামী লীগের সভাপতি

২০২৪ জানুয়ারি ০৭ ১৮:০৪:৫৮
ভোট দিতে কেন্দ্রে যায়নি উপজেলা আওয়ামী লীগের সভাপতি

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যায়নি বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান। নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের অভিযোগের এজাহারভুক্ত আসামী মেয়র মতিয়ার রহমান গ্রেপ্তার হওয়ার ভয়েই ভোট দিতে কেন্দ্রে যায়নি বলে মনে করছেন আমতলী উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

রবিবার (০৭ জানুয়ারী) বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কাওসার হোসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলীর পৌর মেয়র মতিয়ার রহমানের ভোট কেন্দ্রে না যাওয়া ও ভোট না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ ডিসেম্বর আমতলী পৌর শহরস্থ নিজ বাসভবনের সামনে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় বরগুনা-১ আসনে কাঁচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানকে উদ্দেশ্য করে কটুক্তি মূলক বক্তব্য দেওয়া ও ভোটারদের হুমকি ধামকি দেওয়ার অভিযোগে নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করে নির্বাচন অনুসন্ধান কমিটি। ওই প্রতিবেদনের প্রেক্ষিতে গত ০৪ জানুয়ারী (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনের উপ সচিব (আইন) আব্দুছ সালামের স্বাক্ষরিত এক চিঠিতে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিলে ০৫ জানুয়ারী (শুক্রবার) আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে মতিয়ার রহমানকে একমাত্র আসামী করে সংশ্লিষ্ট থানার ০৪ নম্বর এজাহার মামলা দায়ের করে। মামলা হওয়ার পর থেকেই আত্মগোপনে রয়েছেন মেয়র মতিয়ার রহমান। পলাতক থাকায় এজাহারভুক্ত আসমী মতিয়ার রহমানকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু।

নির্বাচন কমিশনের করা মামলায় গ্রেপ্তার হওয়ার ভয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মত গুরুত্বপূর্ণ একটি নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যায়নি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান। জাতীয় নির্বাচনের দিনে সভাপতির অনুপস্থিতি আসলেই দুঃখজনক। সভাপতি আত্মগোপনে থাকায় ও দলীয় প্রার্থীর নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে না পারায় এই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীর ভোটে প্রভাব পরতে পারে। কথা হলে এমনই মন্তব্য করেন নাম প্রকাশে অনিচ্ছুক আমতলীর কয়েকজন রাজনৈতিক নেতা ও স্থানীয় বাসিন্দারা।

(এসএস/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test