E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

লোহাগড়ায় সম্পত্তির লোভে মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন দুই সন্তান  

২০২৪ জানুয়ারি ১৩ ১৭:৪১:৩১
লোহাগড়ায় সম্পত্তির লোভে মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন দুই সন্তান  

লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় গ্রামে সম্পত্তির লোভে বৃদ্ধা মা ডালিয়া বেগমকে (৬৮) কিল, ঘুসি, চড়, থাপ্পড়, মেরে আহত করেছে পাষণ্ড দুই সন্তান। গুরুতর আহত ডালিয়া বেগমকে লোহাগড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন মা ডালিয়া বেগম সাংবাদিকদের কাছে কান্নাজড়িত কন্ঠে অভিযোগ করে বলেন, আমার স্বামী গোলজার ভূঁইয়া একজন বাক-প্রতিবন্ধী ছিলেন। স্বামী বাক-প্রতিবন্ধী হওয়ায় মৃত্যুর আগে আমার বড় ছেলে তারেক ভূঁইয়া ও মেজো ছেলে মেহেদী হাসান ইকবাল ভূঁইয়া আমার স্বামীকে ফুসলিয়ে কৌশলে প্রায় সব জমি তাদের নামে লিখে নেয়। আমার স্বামীর ভিটায় বাকি যে জমিটুকু ছিল, সেই জমিটুকু দখল করার জন্য দীর্ঘদিন ধরে ওই দু'সন্তান অন্যায় অত্যাচার ও নির্যাতন করে আসছিল।

এর জের ধরে তারেক ও মেহেদী গত বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মা ডালিয়া বেগমের ওপর চড়াও হয়ে তার গলা ও চুল ধরে মাটিতে ফেলে বেধড়ক কিল, ঘুসি, চড়-ধাপড় মারে এবং মায়ের হাঁটাচলা করার লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

আহত ডালিয়া বেগমের চিৎকার চেঁচামেচি শুনে আমার ছোট ছেলে ফরিদ ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্হলে এসে আমাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ডালিয়া বেগমের ছোট ছেলে ফরিদ ভূইয়া অভিযোগ করে বলেন, আমার বড় দু'ভাই ঢাকায় থাকে। মা থাকে আমার সাথে। মাঝে মধ্যে বড় দু'ভাই ঢাকা থেকে বাড়িতে এসে সম্পত্তি গ্রাস করার জন্য আমার ও মায়ের সাথে গন্ডগোল করে থাকে। আমার ওই দুভাই ইতিপূর্বে আমার গোয়ালঘরে আগুন ধরিয়ে দিয়েছিল। আমি মামলা করলে তারা সাজা খেটে এসে সম্পত্তির জন্য আমার সাথে এবং আমার মায়ের সাথে অব্যাহতভাবে অন্যায় অত্যাচার নির্যাতন করে আসছে। আমরা এ ঘটনার বিচার চাই।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ডালিয়া বেগম বলেন, জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারসহ অন্যান্য জনপ্রতিনিধিরা বিষয়টি অবগত রয়েছেন। সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য জনপ্রতিনিধিরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে স্হানীয় থানায় এখনো পর্যন্ত তিনি কোন অভিযোগ করেন নাই।

(আরএম/এসপি/জানুয়ারি ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test