E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরগুনায় নিষিদ্ধ মাছ ধরার জাল আটক, পুড়িয়ে বিনষ্ট

২০২৪ জানুয়ারি ১৫ ২৩:৩২:৪৪
বরগুনায় নিষিদ্ধ মাছ ধরার জাল আটক, পুড়িয়ে বিনষ্ট

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনার সাগর মোহনা থেকে জেলা মৎস্য দপ্তর ও পাথরঘাটা উপজেলা মৎস্য দপ্তরে’র পৃথক দুইটি যৌথ কম্বিং অপারেশনে ১০৫ টি চায়না দুয়ারী জাল, খুটা জাল আটক করা হয় ও দুই হাজারটি খুঁটা কর্তন করা হয়। ছয়টি বেহুন্দি জাল, দুইটি চিংড়ি জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সোমবার ১৫ জানুয়ারি ভোর সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত সাগর মোহনায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণের বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব গণমাধ্যমকে জানান, ১৫ জানুয়ারি ভোর ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা মৎস্য দপ্তর বরগুনা, উপজেলা মৎস্য দপ্তর পাথরঘাটা এবং বরগুনা এর পৃথক দুইটি যৌথ কম্বিং অপারেশনে সাগর মোহনা থেকে ১০৫ টি চায়না দুয়ারী জাল, খুটা জাল আটক করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব আরও বলেন, খুটা জালের দুই হাজারটি খুঁটা কর্তন করা হয়। ছয়টি বেহুন্দি জাল ও দুইটি চিংড়ি জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের সহায়তা করে থানা পুলিশ বরগুনা সদর।

(এসএস/এএস/জানুয়ারি ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test