E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে জেলা ব্র্যান্ডিংয়ের চড়ুইভাতি

২০২৪ জানুয়ারি ২০ ১৯:৫৫:১০
জামালপুরে জেলা ব্র্যান্ডিংয়ের চড়ুইভাতি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে নানা আয়োজনে অনুষ্ঠিত হলো জেলা ব্র্যান্ডিংয়ের চড়ুইভাতি।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা ব্র্যান্ডিং কর্ণার ও জামালপুর উদ্যোক্তা এসোসিয়েশন এর যৌথ সমন্বয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নানা রকম ৩০টি পদের ভর্তা, সুস্বাদু ডাল ও জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি দিয়ে সাজানো হয়েছে এ ব্যতিক্রমী চড়ুইভাতি।

জামালপুর উদ্যোক্তা এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ মোরাদ ইমতি এ প্রতিবেদককে জানান, প্রতিবছরই আমরা এ ধরনের ব্যতিক্রম আয়োজন করার চেষ্টা করে থাকি। এর মাধ্যমে সকল তরুণ উদ্যোক্তা ও তাদের পরিবার একত্রে হয়ে আনন্দ ভাগাভাগি করে থাকে।

তিনি আরও জানান, আগামি বছর এরচেয়ে আরও বেশি উদ্যোক্তাদের সাথে নিয়ে এরকম মিলনমেলা করার ইচ্ছা আছে।

এ সময় অনুষ্ঠানে যুক্ত হয়ে সবার মাঝে আনন্দ আরও বাড়িয়ে তুলেন জামালপুর উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোক্তার হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রায়হান মাহমুদ ও এমাদুল হোসেন।

(আরআর/এএস/জানুয়ারি ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test