E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পায়রায় ভিড়লো ক্লিংকার ও কোল আনলোডার ক্রেনবাহী দুইটি জাহাজ

২০২৪ জানুয়ারি ২৩ ১৪:৪৩:৪৪
পায়রায় ভিড়লো ক্লিংকার ও কোল আনলোডার ক্রেনবাহী দুইটি জাহাজ

কলাপাড়া প্রতিনিধি : পায়রা সমুদ্র বন্দরের ইনার জেটিতে নোঙ্গর করেছে মেঘনা গ্রুপের ৫৪ হাজার ৪০০ মেট্রিকটন ক্লিংকারবাহী মাদার ভেসেল এম ভি মেঘনা ভেনাস।

ভিয়েতনাম থেকে আসা মাদার ভেসেলটি থেকে ক্লিংকার লাইটারে করে সোমবার আনলোড শুরু হয়েছে।

একই বন্দরে নোঙ্গর করেছে সিঙ্গাপুর থেকে আসা মাদার ভেসেল এম ভি জিন ঝু জিয়াং ৮৮। এ জাহাজে করে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জেটির জন্য কোল আনলোডার ক্রেন আনা হয়েছে। এ ক্রেনটির ওজন ১৩৬৫ দশমিক ৮১ মেট্রিকটন।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান জানান, মেঘনা গ্রুপের বিশাল জাহাজটি গত ২০ জানুয়ারী বন্দরের আউটারে আসে। গতকাল জাহাজটি বন্দরের প্রথম জেটির ইনারে নোঙ্গর করার পর লাইটার জাহাজে করে ক্লিংকার আনলোড শুরু হয়েছে।

আর সিঙ্গাপুর থেকে আসা এম ভি জিন ঝু জিয়াং ৮৮ জাহাজটি বন্দরে নোঙ্গর করেছে ২১ জানুয়ারি। জাহাজটি আজ তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়লে জাহাজ থেকে কোল আনলোডার নামানো শুরু হয়েছে। এ নিয়ে এ বিদ্যুৎ কেন্দ্রে নির্মিত দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আপলোডের দ্বিতীয় আনলোডার ক্রেন আনা হয়েছে।

(এমকেআর/এএস/জানুয়ারি ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test