E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিকল বন্দি সেই গৃহবধূ নাজমাকে চিকিৎসা সহায়তা প্রদান

২০২৪ জানুয়ারি ৩১ ১৭:০০:১২
শিকল বন্দি সেই গৃহবধূ নাজমাকে চিকিৎসা সহায়তা প্রদান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “শিকলে বাঁধা স্বামী হারা নাজমার জীবন” শিরোনামে সংবাদ প্রকাশের পর অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের গৃহবধু নাজমার চিকিৎসা সহায়তায় অর্ধলাখ নগদ টাকা প্রদান করা হয়েছে। 

গত মঙ্গলবার সন্ধ্যায় নাজমার বাড়িতে গিয়ে তার বাবার হাতে সহায়তার অর্থ প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন, মানসিক ভারসাম্যহীন শিকল বন্দি নাজমার সংবাদ দেখে নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীরা ৪৭ হাজার পাঁচশ’ এবং এক জন প্রতিনিধি দুই হাজার পাঁচশ’ টাকা তার সুচিকিৎসার জন্য আমার কাছে পাঠিয়েছেন। যা তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি (ইউএনও) আরও বলেন, ওই গৃহবধুকে সুচিকিৎসার মাধ্যমে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আলিম, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুস সালাম প্রমূখ। উল্লেখ্য গত তিনবছর পূর্বে স্বামীর মৃত্যুর পরপরই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে চার সন্তানের জননী নাজমা। এরপর দুই বছর যাবত নিজ বাড়িতে অর্থাভাবে বিনা চিকিৎসায় শিকল বন্দি হয়ে জীবন কাটছে গৃহবধু নাজমার।

(টিবি/এসপি/জানুয়ারি ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test