E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

কম দামে সৌদি রিয়াল বিক্রির প্রতারণা চক্রের সদস্য আটক

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১৭:৪১:০৮
কম দামে সৌদি রিয়াল বিক্রির প্রতারণা চক্রের সদস্য আটক

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : কম দামে সৌদি রিয়াল বিক্রির নামে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক রুহুল আমিন মিন্টু (৪০) বরগুনার আমতলী থানার গুলিশাখালী বাইনবুনিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

আটককৃতর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ একশ’ মূল্যমানের একটি ও ৫০ মূল্যমানের দুইটিসহ তিনটি কাগজের তৈরি সৌদি রিয়াল, ২০ ইঞ্চি লম্বা ও ৩ ইঞ্চি চওড়া ১৮টি লেখাবিহীন নিউজ প্রিন্ট কাগজের ভাজ করা বান্ডিল এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। লেখাবিহীন নিউজ প্রিন্ট কাগজের ভাজ করা বান্ডিলের ওপর বিশেষ কায়দায় ১০০ মূল্যমানের একটি কাগজের তৈরি সৌদি রিয়াল ও ৫০ মূল্যমানের দুইটি কাগজের তৈরি সৌদি রিয়াল রাখা ছিল।

আজ রবিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোঃ মুনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ছগির হোসেনের নেতৃতে শেবাচিম হাসপাতালের মধ্যফটক সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য রুহুল আমিন মিন্টুকে আটক করা হয়।

পরিদর্শক ছগির হোসেন জানান, আটক রুহুল আমিন মিন্টু সৌদি রিয়াল দেখিয়ে, তা কম দামে বিক্রির কথা বলে সহজ-সরল লোকদের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য ঘটনাস্থলে অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিন্টুকে তল্লাশি চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত উল্লেখিত মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test