E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাংশায় মাদকসহ ৫ মামলার আসামি গ্রেফতার

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১৮:৩৪:২৩
পাংশায় মাদকসহ ৫ মামলার আসামি গ্রেফতার

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা থানা এলাকা থেকে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮ টার দিকে পাংশা থানাধীন কাচারীপাড়া এলাকার একাধিক মামলার আসামি মোঃ রতন প্রামানিকের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাংশা থানার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া এলাকার আরশেদ প্রামানিকের ছেলে মোঃ রতন প্রামানিক (৩৩), একই ইউনিয়নের সাহাপাড়া এলাকার মোঃ শুকুর সরদারের ছেলে শেখ সাদী (২৬) ও গঙ্গানন্দদিয়া এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আজিজুর রহমান মঞ্জু(৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা রাতে একাধিক মামলার আসামি মোঃ রতন প্রামানিকের নির্মানাধীন সেমিপাকা চৌচালা টিনের ঘরের ভেতর থেকে ইয়ারা ট্যাবলেট সেবন করছিলো। এসময় তাদের কে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট, সেবনের কাজে ব্যবহৃত ১টি রাংতা কাগজ, ৪টি গ্যাস লাইট, ৩টি ব্লেডের অধ্যাংশ ও ৩টি পাট খড়ির অংশ বিশেষ উদ্ধার করে পুলিশ।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আসামি রতন ও সাদীর বিরুদ্ধে ২টি করে মামলা রয়েছে। এছাড়া অন্য আসামি আজিজুরের বিরুদ্ধে মাদক চুরি সহ ৫ টি মামলা রয়েছে। আজ সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test