E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া

২০১৪ মে ০১ ১৬:৪২:০২
সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার : শ্রমিক দলের সামাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মে দিবসের সমাবেশের মঞ্চে তিনি উপস্থিত হন।

সমাবেশের শুরুতে ‘সরকারদলীয় শাসক’দের হাতে নিহত এবং রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনের নবনিযুক্ত সভাপতি আনোয়ার হোসাইন। এর আগে দুপুর থেকে হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে সমাবেশস্থলে আসতে থাকেন। বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর থেকে বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে শুরু করেন।

মাথায় লাল ফিতা বেঁধে, ঢোল-তবলা ও বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে এক উৎসবের আমেজ দেখা দেয়।

নেতাকর্মীদের হাতে ফেস্টুন ও প্লাকার্ডে লেখা আছে- ‘মে দিবস দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক’, ‘এই মুহুর্তে দরকার খালেদা জিয়ার সরকার’।

এর আগে জাসাসের গণসংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

(এটি/মে ০১, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test