E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে বিএনপি নেতাকে মারধর

২০২৪ ফেব্রুয়ারি ১১ ১৫:২৮:৫০
গোপালগঞ্জে প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে বিএনপি নেতাকে মারধর

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বাচ্চুর (৫০) বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা আবুল বশার হাওলাদার বাচ্চুকে মারধর করেছে।

গত শনিবার দিবাগত রাত ৯টায় কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চিতশী গ্রামে এ ঘটনা ঘটে।

আবুল বশার হাওলাদার বাচ্চু কোটালীপাড়া উপজেলার চিতশী গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে ও কোটালীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য।

জানাগেছে, ঘটনার দিন রাতে বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বাচ্চু চিতশী গ্রামের সেকেন্দার মুন্সীর বাড়ির মসজিদের পূর্ব পাশে বসে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করেন। তখন মোরছালিন শেখ, আবু সাইদ শেখসহ কয়েকজন আওয়ামী লীগের কর্মী- সমর্থক আবুল বশার হাওলাদার বাচ্চুর কটুক্তির প্রতিবাদ করলে সে এদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে।

এ সময় স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা আবুল বশার হাওলাদার বাচ্চুকে মারধর করে। আবুল বশার হাওলাদার বাচ্চুকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে।

আওয়ামী লীগ কর্মী মোরছালিন শেখ ও আবু সাইদ শেখ বলেন, বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বাচ্চু আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নানা ধরণের বেফাঁর্স মন্তব্য করেন। তখন আমরা তাকে নিষেধ করলে সে আমাদের উপর ক্ষিপ্ত হয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা তাকে মারধর করে।

এ বিষয়ে বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বাচ্চুর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমের কাছে কোনা কথা বলতে রাজি হয়র নি।

কোটালীপাড়া থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, আবুল বশার হাওলাদার বাচ্চুকে মারধরের ঘটনায় তার ভাই ইলিয়াস হাওলাদার বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এমএস/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test