E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লক্ষ্মীপুর সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১২:৪০:০৫
লক্ষ্মীপুর সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর মডেল থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে রবিবার (২৫ ফেব্রুয়ারী)  সকাল ১১টার দিকে মডেল থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা।

সেকেন্ড অফিসার এস আই বিকাশ চক্রবর্তীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, লক্ষ্মীপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ কামাল উদ্দিন খোকন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা জেলা রবীন্দ্র সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দীন বাবুল,জেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বনশ্রী পাল,সাধারণ সম্পাদক ভানু নাগ

সভাপতির বক্তব্যে লক্ষ্মীপুর মডেল থানার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি। আমরা পারষ্পরিক যোগাযোগের মাধ্যমে কাজ করি। আপনারা মন খুলে সব বলবেন, সাথে সাথে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো। আমাদের খারাপগুলোও তুলে ধরবেন। তাহলে নিজেদের সুধরানোর চেষ্টা করতে পারবো।

তিনি আরো বলেন,অপরাধী যেই হোক ছাড় নয়। অপরাধী সে অপরাধী। কিশোর গ্যাং যেনো তৈরি না হয়, আমরা সেটা নিয়েই কাজ করছি। জেলে দিলাম, এটা সমাধান নয়। আমরা আপনারা সচেতন হলেই এটার সমাধান হবে। আমরা চাই না কোন মায়ের নিষ্পাপ সন্তান কিশোর অপরাধে জড়িত হোক। অপরাধমুক্ত সমাজ চাই। আমরা জনগনের পুলিশ হতে চাই। আপনারা সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। মনগড়া তথ্য দেবেন না।

তিনি বলেন. আমি পুলিশ কর্মকর্তা হিসেবে নয়, এই সমাজের একজন সন্তান হিসেবে আপনাদের কাছে একটা দাবী রাখতে চাই,আমরা কি পারি না সবাই কাধে কাধ মিলিয়ে একসাথে দেশের জন্য কাজ করতে? জীবন অনেক সংক্ষিপ্ত। আমাদের সবাইকে ভালো কাজ করতে হবে। মাদক, ছিনতাইসহ যে সব সমস্যা আছে, সেগুলো সমাধানের পথও আছে। আমাদের সেই সক্ষমতাও আছে। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। মাদক ব্যাবসায়ী ও ছিনতাইকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আইনগত যে ব্যবস্থা আছে সেগুলো আমরা গ্রহণ করবো মাদকের স্পটের তথ্য দেবেন, প্র‍য়োজনে আমি নিজে যাবো।

(এসএস/এএস/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test