E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুষ্টিয়ায় ফেনসিডিল ও দেশীয় পিস্তলসহ নারী মাদক কারবারি আটক

২০২৪ ফেব্রুয়ারি ২৮ ১৭:০১:১২
কুষ্টিয়ায় ফেনসিডিল ও দেশীয় পিস্তলসহ নারী মাদক কারবারি আটক

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের খাজিরাথাক গ্রামে অভিযান চালিয়ে ১৯৩৬ বোতল ফেনসিডিল, একটি দেশীয় পিস্তল, আট রাউন্ড গুলি, দুইটি হাসুয়া, মাদক বিক্রির নগদ ৯৯ হাজার টাকা ও একটি মোবাইল সহ মাদক সম্রাজ্ঞী শেফালী খাতুনকে আটক করা হয়।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে সংবাদ সম্মেলন করে কোম্পানি কমান্ডার এম আবুল হাসান বলেন, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী শেফালী খাতুনের বাড়ি থেকে বিপুল পরিমাণে নেশা জাতীয় দ্রব্য ফেনসিডিল অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়।

কোম্পানি কমান্ডার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কুষ্টিয়া সহ সারাদেশে মাদক বিরোধী অভিযান চলমান আছে। মাদক ব্যবসার সাথে যারাই সম্পৃক্ত থাক তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক সন্ত্রাস নির্মূলে এবং জনগণের জালমালের নিরাপত্তা প্রদানে র‌্যাব বদ্ধ পরিকর।

(এমজে/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ আগস্ট ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test