খুদে কবিদের পদভারে মুখর নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : শতকন্ঠে কবিতা আবৃত্তি ও মুক্তিযুদ্ধের দুটি গান পরিবেশন করে শিশুরা। রঙ-বেরঙ্গের বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে প্রখ্যাত কথা সাহিত্যিক ড. জাফর ইকবাল। শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ভিশন ২১ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসাইন, সুজন বড়ুয়া, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল খুদে কবিদের উদ্দেশে বলেন, ‘তোমরা যে অনেক সুন্দর কবিতা লিখতে পেরেছ, তার কারণটা কি জানো? তার একটা কারণ হচ্ছে, তোমরা যে ভাষায় কথা বলো, সেটা বাংলা ভাষা, পৃথিবীতে এর চেয়ে মিষ্টি ভাষা আর নেই। এটা আমার কথা নয়, এটা সারা পৃথিবীর মানুষ মিলে ঠিক করেছে। আমার কথা বিশ্বাস না করলে ইন্টারনেটে গিয়ে টাইপ করে লেখো। হুইজ ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ল্যাঙ্গেুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। দেখবে, ওরা বলবে বেঙ্গলি, বাংলা ভাষা। তোমরা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষায় কথা বলো। এটা ১ নম্বর কারণ। আরেকটা কারণ, বাংলা ভাষা নরম একটা ভাষা।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান নূর বলেন, ‘করোনার জন্য আমাদের এ কার্যক্রম বিঘ্নিত হয়েছে। আবারও আমরা শুরু করলাম। এবারও আমরা বিপুল সাড়া পেয়েছি। আমরা আশা করছি, ভবিষ্যতেও আমরা এটি চালিয়ে যাব।’
‘মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০৪১-এ বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। আমার কাছে মনে হচ্ছে, সেই স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে নীলফামারী। কারণ, যেই শহরে, যে জেলায় এত তরুণ কবি থাকে, লেখক থাকে, এত চমৎকার করে নৃত্য পরিবেশন করল, সুন্দর করে গান করল, সেই শহর বাংলাদেশের অন্যান্য শহরের চেয়ে একটু হলেও এগিয়ে আছে।’
বিশিষ্ট অভিনেতা ফজলুর রহমান বাবু আজ শনিবার সকালে নীলফামারী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত ছড়া ও কবিতা লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
খুদে কবিদের উদ্দেশে আসাদুজ্জামান নূর বলেন, ‘বছরে একবার ছড়া-কবিতা লিখলে হবে না, নিয়মিত লিখতে হবে। এ জন্য আমরা প্রতি তিন মাসে একটি করে পত্রিকা বের করব। সেখানে তোমাদের ছড়া-কবিতা ছাপা হবে।’
তিনি আরও বলেন, ‘এই সংগঠনের নাম ছিল ভিশন-২০২১। এখন আমরা দাঁড়িয়ে আছি ২০২৪-এ। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানতে পেরে আমাদের এ অনুষ্ঠান নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং তিনি নির্দেশনা দিয়েছেন, ভিশন-২০২১ কে ভিশন ২০৪১ হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। তাই আজ থেকে এটি হবে ভিশন-২০৪১।’
বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল। এতে সভাপতিত্ব করেন ভিশন-২০৪১ নীলফামারীর প্রধান সমন্বয়ক মো. ওয়াদুদ রহমান।
অনুষ্ঠানের সংশ্লিষ্টদের থেকে জানা গেছে, নীলফামারীর এক শহরে ১ লাখ ১৪ হাজার খুদে কবি। এসব কবি প্রতিনিয়ত লিখছে ছড়া, কবিতা। ধাপে ধাপে তৈরি হওয়া এসব কবি ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ২০১৫ সাল থেকে জেলা শহরের ভিশন-২০২১ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তৈরি হয়েছে এসব কবি। এর ধারাবাহিকতায় শনিবার বেলা ১১টার দিকে দেশ বরেণ্য একাধিক ব্যক্তির অংশগ্রহণে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ষষ্ঠ দফায় অনুষ্ঠিত হলো ছড়া ও কবিতা লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং খুদে কবিদের লেখা কবিতা ও ছড়ার বাইয়ের মোড়ক উন্মোচন। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
(একে/এএস/মার্চ ০২, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘মানসিকভাবে মিরাজ খুব একটা শান্ত অবস্থায় ছিল না’
- ‘কিছু মানুষকে কৃতিত্ব দিতে হবে’
- ঢালিউডে বড় চমক, জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন
- ‘ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সতর্ক থাকার তাগিদ’
- ‘আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে’
- বাংলাদেশের নির্বাচনে ১৪ সদস্যের পর্যবেক্ষক পাঠাচ্ছে কমনওয়েলথ
- নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার
- ‘নির্বাচিত হলে নবিজির ন্যায়ের ভিত্তিতে দেশ চালাবো’
- মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের আনুষ্ঠানিক বিচার শুরু
- ‘সৎ লোকের শাসন চাই’
- শেরে বাংলা-হাদির কবর জিয়ারতে শুরু এনসিপির নির্বাচনি যাত্রা
- সোনার ভরি এখন আড়াই লাখ
- 'তারা দোষী নন'
- দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনে ৪০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ
- বিচার হয় না তাই অভিযোগ করিনি: পবিত্র
- নির্বাচিত হলে মামলা বাণিজ্যের হ্যারাসমেন্ট বন্ধ করে দিবো: আজিজ
- পাংশায় পুলিশের অভিযানে ১০ মামলার আসামি গ্রেফতার
- সোনারগাঁয়ে ব্যক্তির সম্পত্তি জবরদখলের অভিযোগ ফজলুল ভুঁইয়ার বিরুদ্ধে
- গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
- 'বিএনপি মানে উন্নয়ন, ধানের শীষ মানে উন্নয়ন'
- সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ
- গোপালগঞ্জে ভ্যালু চেইন প্রমোশনাল কর্মশালা
- বালিয়াকান্দিতে অপহরণ মামলায় বাপ-ছেলে গ্রেফতার
- সোনাতলায় পুষ্টি ও পরিবেশ সচেতনতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- খুদে কবিদের পদভারে মুখর নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








