E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

শিরোনাম:

ফরিদপুর পৌরসভা এলাকা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০২৪ মার্চ ২৩ ১৪:১৪:৩০
ফরিদপুর পৌরসভা এলাকা থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত পাচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের  ৪র্থ তলার একটি রুমে, সিলিং ফ্যানের হুকের সাথে ঝুলন্ত অবস্থায় সাকিব শেখ (১৯)  নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

নিহত সাকিব শেখ ‌ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের পারচর গ্রামের হাশেম শেখ ও আকলিমা বেগমের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজ পড়ে বাড়ি ফিরে তার কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হয় সাকিব। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

শুক্রবার রাতে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সাকিবকে দেখতে পেয়ে সেখানকার স্থায়ীয় লোকজন ও নির্মাণাধীন স্কুল ভবনের কর্তব্যরত নির্মাণ শ্রমিকরা ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাকিবের লাশ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায়। হাসপাতাল ও থানা সূত্রে এ খবর নিশ্চিত করেছে।

এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে, যার নাম্বার ২৪, তারিখ ২৩ মার্চ ২০২৪।

(আরআর/এএস/মার্চ ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

০২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test