E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কুমিল্লায় হিন্দুসম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

২০২৪ এপ্রিল ০৯ ১০:২৯:৪২
কুমিল্লায় হিন্দুসম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

আব্দুল্লা আল মাসরুফ, কুমিল্লা : কুমিল্লার দূর্গাপুর ইউনিয়নের পূর্ব আড়াইওড়া এলাকায় হিন্দুর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। জমি দাবী করলে ওই হিন্দু পরিবারকে হুমকি ধমকি দিচ্ছেন দখলদারেরা। পরিবারটি জমিটি বিক্রি করলেও দখল বুঝিয়ে দিতে পারছেনা। এ বিষয়টি নিয়ে আদালতে একটি জমি সংক্রান্ত মামলা ও জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় অভিযোগকরেছে ভুক্তভোগীরা। 

অভিযোগ সূত্রে জানা যায়, ৬ বছর আগে কুমিল্লা শাসনগাছা এলাকার মৃত রুহিদাস এর কাছ থেকে বদরপুর ৬৬নং মৌজার বিএস খতিয়ান নং- ২১৭, দাগনং-৩০০ মূলে ১৩শতক জমি ক্রয় করে আড়াইওরা এলাকার মৃত আব্দুল সাহেব আলীর কাছ থেকে কিনে নেয়। এর কয়েকদিন পর একই এলাকার কামাল, আবুল হোসেন, জুয়েল সহ ৭/৮ জন জমিটি প্রথমে ক্রয় করতে চায়। বিষয়টি তখন হুমায়ুন কবির জমি বিক্রি করবেনা জানালে বাকবিতণ্ডা হয়। থানায় অভিযোগ করলে জমির উপর ১৪৫ ধারার নোটিশ প্রদান করা হয়। পরে বিবাদীগণ আইন অমান্য করে জমিতে মাটি ভড়াট করতে আসলে বাধা দেয়া হলে হুমায়ুন কবিরকে মারধর করে। আদালতের আদেশ (যার পি আর নং ১৬০০/২০ ও স্মারক নং- ২১৯৪) এর পরে ও বিবাদীদের দাবী জায়গাটি ওই হিন্দু পরিবারের না তাদের। লালু জায়গাটি বর্তমান মালিককে বুঝিয়ে দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও লালু দাশ জায়গার দখল চাইলে তাকে মারধর ও হত্যার হুমকি দিচ্ছে বিবাদীরা। এমন অবস্থায় প্রশাসনের কাছে সুবিচারের দাবী জানিয়েছে হিন্দু পরিবারটি।

লালুদাশ ও তার স্ত্রী জানায়, আমি পড়ালেখা করি নাই তাই অনেক কিছুই বুঝিনা। যার কারনে আমার জমিটি কৌশলে দখল করেছে তারা। আমাদের আর কোন সম্পত্তি নেই। এই জমিটি ফিরে না পেলে আমাদের বাঁচার রাস্তা থাকবে না।

(এএম/এসপি/এপ্রিল ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test