E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যুবকের পায়ুপথে ৬ ইঞ্চি ডাব, ১ ঘণ্টার চেষ্টায় সফল অস্ত্রোপচার 

২০২৪ এপ্রিল ১৩ ২৩:৫০:১৩
যুবকের পায়ুপথে ৬ ইঞ্চি ডাব, ১ ঘণ্টার চেষ্টায় সফল অস্ত্রোপচার 

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে নিজের পায়ুপথে ৬ ইঞ্চি ডাব প্রবেশ করিয়ে বিপাকে পড়েছে ৪৫ বছর বয়সী একজন। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টারে হাসপাতালের অপারেশন থিয়েটারে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা ওই ডাব অপসারণ করতে সক্ষম হয়েছেন।

হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের যুবক তার পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে। পরে এক্সরে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি টিম ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন।

হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন মোঃ শেখ ফরিদ জানান, অপারেশনের পরে বের হওয়া ডাবের আকার দেখে তিনি তাজ্জব বনে গেছেন।

এ ঘটনায় রোগী বা তার সাথে আগত স্বজনরা গণমাধ্যমের সামনে কোন মন্তব্য করতে রাজি হননি।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আরিফ উল হাসান জানান, দূর্ঘটনা বসত ঢিলা কূলুপ করতে গিয়ে রোগীর মলদ্বার দিয়ে ডাব টি ঢুকে যায়। আমরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই।

(ইউএইচ/এসপি/এপ্রিল ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test